বিএনপি-জামায়াতের অবরোধেও ইবিতে চলবে ক্লাস-পরীক্ষা

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩, ১৭:৫৩

ইবি প্রতিনিধি
ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী অবরোধ কর্মসূচির মধ্যেও চলবে ক্লাস-পরীক্ষা। শনিবার (৪ নভেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ ও ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাসের পাশাপাশি পরীক্ষাসমূহও অনুষ্ঠিত হবে এবং অফিস যথারীতি খোলা থাকবে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিনদের জরুরি সভায় ক্লাস-পরীক্ষা চলমান থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে, অনিবার্য কারণ দেখিয়ে রোববার ও সোমবারে অনুষ্ঠিতব্য ‘অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশের পর রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা সারাদেশে দ্বিতীয় দফায় অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি-জামায়াত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত