ময়মনসিংহে মেছো বিড়ালের দুই শাবক উদ্ধার

প্রকাশ : ২০ মার্চ ২০২২, ১৪:৪১

সাহস ডেস্ক

ময়মনসিংহে নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে মেছো বিড়ালের দুটি শাবক উদ্ধার করেছে গৌরীপুর  উপজেলা বন বিভাগ।
                  
১৯ মার্চ (শনিবার) উপজেলার লামাপাড়া গ্রামের মেশাররফ হোসেনের নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে শাবক দুটি উদ্ধার করা হয়।

মেশাররফ হোসেন বলেন, ‘ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বিড়ালের শাবক দেখতে পাই। তখন স্থানীয়দের সহযোগিতায় প্রাণিটিকে ধরা হয়। কিছুক্ষণ পর আরও একটি শাবক ধরি। এর আগে আশপাশের গ্রামে কখনও এসব শাবক দেখা যায়নি।’

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমীন বলেন, ‘মোশাররফ হোসেন নামে এক খামারি গরুর জন্য ঘাস কাটতে গেলে প্রথমে একটি মেছো বিড়ালের শাবক দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি শাবকটি উদ্ধার করেন। কিছুক্ষণ পর এলাকাবাসী আরেকটি শাবক আটক করে। খবর পেয়ে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে শাবক দুটি উদ্ধার করে।’ 
 
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ গণমাধ্যমকে বলেন, ‘হয়তো খাবারের সন্ধানে ক্ষেতে এসেছিল। যেহেতু শাবক পাওয়া গেছে, সেহেতু এলাকায় আরও মেছোবিড়াল থাকতে পারে। এ জন্য কোথাও শাবক কিংবা মেছোবিড়ালসহ বন্যপ্রাণী দেখা গেলে তাদের আক্রমণ না করে বন কর্মকর্তাদের জানানোর জন্য বলা হয়েছে।’

 মেছো বিড়াল (ইংরেজি: Fishing Cat)মাঝারি আকারের বিড়ালগোত্রীয় একধরনের স্তন্যপায়ী বন্যপ্রাণী। ব্রাজিল, কোস্টা রিকা, বাংলাদেশ, ভারত, বলিভিয়া, ক্যাম্বোডিয়া, লাউস, শ্রীলঙ্কায় এরা স্থানীয়ভাবে বাঘরোল নামে পরিচিত। এদের আবাসস্থল থাইল্যান্ড ও এল সালভাদোর। বিগত কয়েক দশকে বাঘরোলের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। জনবসতি স্থাপন, কৃষিজমিতে রূপান্তর ও অন্যান্য কারণে বাঘরোলের আবাসস্থল জলাভূমিগুলো দিন দিন সংকুচিত ও হ্রাস পাওয়াই এর মূল কারণ। তাই আইইউসিএন ২০০৮ সালে মেছোবাঘকে বিপন্ন প্রজাতির তালিকায় অর্ন্তভুক্ত করে। 

সাহস২৪.কম/এবি.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত