আগামীকাল থেকে করোনার প্রথম ডোজ দেয়া বন্ধ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২১, ১৬:৩৫

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রথম ডোজের টিকাদান কর্মসূচি আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (২৫ এপ্রিল) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে সব জেলার সিভিল সার্জন, সিটি করপোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আগামীকাল থেকে টিকাদান কর্মসূচি বন্ধ রাখতে বলা হয়েছে।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। অর্থাৎ দুই ডোজ মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর মোহাম্মদ রোবেদ আমিন এ বিষয়ে বলেন, টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে যত দ্রুত সম্ভব অন্তত ২১ লাখ ডোজ ভ্যাকসিন আনার চেষ্টা করতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত