বিশ্বে করোনায় মৃত্যু ৩৯ লাখ ৪৫ হাজার ছাড়ালো

প্রকাশ : ২৯ জুন ২০২১, ১১:০৮

সাহস ডেস্ক

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনা প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে হাজারও প্রাণ। বিশ্ব প্রায় অসহায় মত হাতরে যাচ্ছে এ ভাইরাস থেকে পরিত্রাণের উপায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার সর্বশেষ তথ্য বলছে বর্তমানে এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার ৪৯৪ জন। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ লাখ ৪৫ হাজার ১৩৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ০০৬ জন।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৬৩৬ জন আর ৬ লাখ ১৯ হাজার ৫৯৫ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। আর ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের তালিকায় দেশটির অবস্থান চতুর্থ। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার এবং মারা গেছেন ৩ লাখ ৯৭ হাজার ৬৬৮ জন।

ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৮৪ লাখ ৪৮ হাজার ৪০২ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ২০২ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত