খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে ২২ জনের মৃত্যু

প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ১৪:৫৬

সাহস ডেস্ক

খুলনার সরকারি ও বেসরকারি ৪টি হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন কোভিড পজিটিভ ও একজন উপসর্গের রোগী ছিলেন। মৃত কোভিড পজিটিভদের মধ্যে খুলনার রয়েছেন ১০ জন। বাগেরহাটের ৪ জন, যশোরের ৪ জন, নড়াইলের ২ জন ও সাতক্ষীরার ১ জন করে রয়েছেন।

বুধবার (৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মারা যান।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, এখানের ২০০ বেডে ১৮৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪১ জন। ছাড়পত্র নিয়েছেন ৩২ জন। মারা গেছেন ১০ জন। এর মধ্যে ১ জন করোনা উপসর্গের রোগী ও ৯ জন কোভিড পজিটিভ। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, এখানে ৮০ বেডে ভর্তি রোগী ৬৫ জন। পুরুষ ৩২ ও মহিলা ৩৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ২৬ জন। ছাড়পত্র নিয়েছেন ২৫ জন, মারা গেছেন ৫ জন। 

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, এখানের ৪৫ বেডে ৪৩ জন পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছেন ৪ জন। ছাড়পত্র নিয়েছেন ৫ জন। মারা গেছেন ২ জন। 

খুলনার বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিট মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, এখানের ১৫০ বেডে ভর্তি ১৩১ জন। গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি ২৭ জন। ছাড়পত্র নিয়েছেন ২৫ জন। আইসিইউতে ভর্তি ৮ জন ও এইচডিইউতে ভর্তি ৯ জন। মারা গেছেন ৫ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত