করোনাভাইরাস

প্রথম ডোজ টিকাদান চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬:৫২

সাহস ডেস্ক

টিকা যথেষ্ট মজুত আছে, তাই প্রথম ডোজ টিকাদান চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদ টিকাকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

গত ১৫ ফেব্রুয়ারি জানানো হয়েছিল, ২৬ ফেব্রুয়ারির পর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভয়ের কোনো কারণ নেই। আজকের পরও প্রথম ডোজ টিকা চালু থাকবে। দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজও চলমান থাকবে। আমাদের কাছে যথেষ্ট টিকা মজুত আছে।

তিনি বলেন, যত টিকা লাগবে, আমরা দিতে পারব। কারণ আমাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত টিকা আছে।

অতিরিক্ত টিকা অন্য দেশকে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন জাহিদ মালেক। তিনি বলেন, আমরা এ চিন্তাও করছি, যদি আমাদের টিকা অতিরিক্ত হয়ে যায়, তাহলে যে দেশ পায়নি সেই দেশকে আমরা টিকা দিয়ে দেব।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাস থেকে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিতের জন্য ২৮ কোটি টিকা কিনেছে সরকার। এখনও ৯-১০ কোটি টিকা মজুত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত