স্মার্টফোনে র‍্যামের গতি বাড়াবে যেভাবে

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ১৩:১৪

সাহস ডেস্ক
ছবি : ইন্টারনেট

স্মার্টফোনের র‍্যাম বাড়াতে কে না চায়। কিন্তু উপায় কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন আসবেই। সবাই চায়, ফোনে থাকুক বেশি র‍্যাম-রম। চাইলেই কিন্তু স্মার্টফোনের র‍্যাম বাড়িয়ে নেয়া যায়।

র‍্যাম বাড়ানোর জন্য ‘সুয়াপ নো রুট’ নামে অ্যাপ আছে প্লেস্টোরে। অ্যাপটি ডাউনলোড করে তার পর সেখান থেকে ইচ্ছামতো র‍্যাম বাড়িয়ে নেয়া যায়। তবে বর্ধিত র‍্যাম দিয়ে অ্যাপ্লিকেশন বা ছবি স্টোরেজ হিসেবে ব্যবহার করা যায়। অনেকেই এমন স্টোরেজ ব্যবহার করে গেমিং পারফরম্যান্স ভালো আশা করে, যা মূলত কাজে আসে না। শুধু মেমোরি হিসেবে ব্যবহার করা যায়।

স্মার্টফোনের এক্সটারনাল মেমোরি হিসেবেই এ র‍্যাম ব্যবহার করা যাবে। র‍্যাম বাড়ানোর দ্বিতীয় আরেকটি অ্যাপ হলো র‍্যাম এক্সপান্ডার। প্রথমে অ্যাপ খুঁজে তা চালু করতে হবে। এ ক্ষেত্রে মেমোরি কার্ডে নির্দিষ্ট অংশ র‍্যাম হিসেবে ব্যবহার করার জন্য সুয়াপ করে নিতে হবে। যার জন্য র‍্যাম এক্সপান্ডারে সুয়াপ ফাইলের ইন্ডিকেটরকে ডান বা বাঁয়ে সরিয়ে ফাইলের সাইজ করে নিতে হবে। এখানে যা সাইজ দেয়া হবে বাড়তি র‍্যাম হিসেবে তাই পাওয়া যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত