৫ গোলের পর এবার ৭ গোল হজম করেছে টাইগ্রেসরা

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৭:৫০

সাহস ডেস্ক

২০২০ টোকিও অলিম্পিকের বাছাইপর্বের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগে প্রথম ম্যাচে মিয়ানমারের কাছেও ৫ গোল হজম করেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তাতে অলিম্পিকে খেলার স্বপ্নেরও অবসান ঘটেছে!

১১ নভেম্বর (রবিবার) ইয়াঙ্গুনের থিয়ুন্না স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ৭-১ গোলে হেরেছে টাইগ্রেসরা। এতে দুই ম্যাচ মিলিয়ে ১২ গোল হজম করায় দ্বিতীয় রাউন্ডে আর যাওয়া হচ্ছে না সাবিনা-মারিয়াদের।

অন্তত দুটি সেরা রানার্সআপ দলের একটি হয়েও দ্বিতীয় রাউন্ডে যেতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। অতীতে লড়াইয়ের অভিজ্ঞতা থাকায় সাফের প্রতিবেশী দেশটির সঙ্গে মিলছিল প্রতিদ্বন্দ্বীতার আভাসও।

কিন্তু এই ম্যাচে পাত্তাই পায়নি বাংলাদেশের মেয়েরা। সাত গোল হজম করা সেই ক্ষতেরই প্রমাণ!

সান্ত্বনার ম্যাচে আগামী ১৩ নভেম্বর (মঙ্গলবার) নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত