বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন দাস

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৮:৪২

জুবাইর হোসাইন সজল

বর্ষসেরা ওডিআই ব্যাটসম্যান হলেন বাংলাদেশের লিটন দাস। একদিনের  ক্রিকেটে বাংলাদেশের হয়ে এ বছর ১৭৬ রানের সব চাইতে বড় ইনিংস খেলেছেন। যা তাকে এনে দিয়েছে এ বছরের বর্ষসেরা ওডিআই ব্যাটসম্যানের খেতাব। 

করোনার কারনে ২০২০ সালে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে মাত্র ৪৪টি। এই ৪৪ ম্যাচের মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র ৩টি। আর তিন ম্যাচ খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন বাংলাদেশের লিটন দাস। এ বছর ওয়ানডেতে লিটন দাস আর তামিম ইকবাল ছাড়া কোনো ব্যাটসম্যানই দেড়শ ছাড়ানো ইনিংস খেলতে পারেননি। সেই সুবাদে তামিম তার ১৫৮ রানে ইনিংসের মাধ্যমে হয়েছেন বর্ষসেরা ওডিআই ব্যাটসম্যানদের মাঝে দ্বিতীয় নম্বরে। 

আয়ারল্যান্ডের স্টারলিং ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। ১৩১ রানের ইনিংস খেলে চতুর্থ স্থানে এসেছেন অজি তারকা স্টিভ স্মিথ, যা ছিল ভারতের বিপক্ষে। ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে তালিকার পঞ্চম হয়েছেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস।

এছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচে ২৯২ রানের করা তামিম-লিটনের জুটিটি হয়েছে এ বছরের সব চাইতে সেরা জুটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত