ইনজুরি ছাড়াও বিশ্বকাপের চুড়ান্ত স্কোয়াডে বদল আনা যাবে

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪

সাহস ডেস্ক

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর মাত্র এক মাস বাকি বিশ্বকাপের। এ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চুড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। ইতোমধ্যে চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দল তাদের স্কোয়াড জানিয়ে দিয়েছে। বাকিরা আজই তাদের স্কোয়াড জানিয়ে দিবে। তবে এবারের বিশ্বকাপে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পর ইনজুরি ছাড়াও নির্দিষ্ট সময় পর্যন্ত বদল আনার সুযোগ থাকছে।

আইসিসির মিডিয়া ম্যানেজার রাজশেখর রাও জানিয়েছেন, ‘কোন বিশেষ কারণ ছাড়াই টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ পর্যন্ত স্কোয়াডে বদল আনা যাবে।’ অর্থাৎ ঘোষিত স্কোয়াডে ইনজুরি ছাড়াও কোন খেলোয়াড় বদলাতে হলে ৯ অক্টোবর পর্যন্ত কোন বাধা নেই দলগুলোর।

১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর থেকে। তবে কোয়ালিফাইং রাউন্ড যেহেতু বিশ্বকাপেরই অংশ। সেহেতু বিশ্বকাপ শুরুর তারিখ ১৬ অক্টোবরই। আর ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামবে বাংলাদেশ। সে ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ কোয়ালিফাইং রাউন্ড পেরিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ দল। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজের পরও চাইলে স্কোয়াডে বদল আনতে পারবে বাংলাদেশ। এরকম নিয়ম ছিল সংযুক্ত আরব আমিরাতে হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। কয়েকটি দল সেই সুযোগ গ্রহণও করেছিল। এবার টুর্নামেন্ট শুরুর সাতদিন আগে কোন দল স্কোয়াডে বদল আনে কিনা দেখার বিষয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত