জুভেন্টাসের বিরুদ্ধে রোনালদোর মামলা

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৩৮

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

ক্লাব ছেড়েছেন দুই বছর আগে। তবে পাওনা ২ কোটি ইউরো এখনো পরিশোধ করেনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব জুভেন্টাস। তবে ইতালিয়ান ক্লাবটি এখনো পর্তুগীজ মহাতারকার পাওনা টাকা বুঝিয়ে দেয়নি। এ কারণে বাধ্য হয়ে এবার ক্লাবটির বিরুদ্ধে আদালতে মামলাই ঠুকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিআরসেভেন।

মাদ্রিদ ছাড়ার পর জুভেন্টাসের হয়ে তিন বছর খেলেছেন রোনালদো। এর মাঝে পেরিয়েছে করোনা মহামারীও। করোনাকালীন সময়ের বেতন বাবদ ১৭ মিলিয়ন পাউন্ড এখনো রোনালদো পাবেন জুভেন্টাসের কাছে। তবে এই অর্থ এখনও পরিশোধ করছে না তুরিনের ক্লাবটি।

যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নিজের পাওনা টাকা ছাড় দিতে রাজি নন রোনালদো। তাই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উল্লেখ্য, করোনাকালীন সময়ে জুভেন্টাস আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় সে সময় নিজের বেতন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো।

তবে জুভেন্টাস সে সময় রাজি হয়েছিল, পরে রোনালদোর প্রাপ্য অর্থ তাকে প্রদান করা হবে। কিন্তু এখনো সে অর্থ পরিশোধের কোনো ব্যবস্থা নেয়নি ক্লাবটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত