এক ঘণ্টা গেমস খেলতে পারবে চীনের শিশুরা

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১২:৪৬

সাহস ডেস্ক

ভিডিও গেমসের আসক্তি থেকে শিশু-কিশোরদের বাঁচাতে ভিডিও গেমিংয়ের ওপর বিধি-নিষেধ জারি করেছে চীন। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই বিধি-নিষেধ মোতাবেক ছুটির দিনের আগের রাত এবং ছুটির দিনে রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত এক ঘণ্টা গেমস খেলতে পারবে তারা শিশু-কিশোররা। এই নতুন আইনে  শুধু মাত্র অপ্রাপ্তবয়স্করাই গেমস খেলতে পারবেন জানিয়েছে দেশটির গেমস নিয়ন্ত্রক সংস্থা। এর আগে শিশুরা প্রতিদিন ৯০ মিনিট গেমস খেলতে পারতো।

বেইজিং কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের ঘরের বাইরে খেলার অভ্যাসে ফিরিয়ে নিতেই এই উদ্যোগ। ভিডিও গেমসের নেশা অনেক ক্ষেত্রেই এদের মূল্যবোধ নষ্ট করছে।

বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় দৈনিক ইকোনমিক ইনফরমেশন ডেইলি গত মাসে ভিডিও গেমসের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে প্রকাশ পায় কীভাবে গেমসের নেশায় শিশু-কিশোররা উচ্ছন্নে যাচ্ছে। ওই প্রতিবেদনের পরই এ বিষয়ে নড়েচড়ে বসে বেইজিং প্রশাসন। তারই ধারাবাকিতায় এই বিধি-নিষেধ আরোপ করা হলো।

সাহস২৪.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত