রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:১৮

সাহস ডেস্ক
বেলারুশে রাশিয়ার-ইউক্রেন আলোচনা

ইউক্রেনে রাশিয়ান সৈন্য প্রবেশের পর আজ পঞ্চম দিনে বেলারুশে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে এই বৈঠক শুরু হয়। খবর- বিবিসির।

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে তারা এই মুহূর্তে যুদ্ধ বিরতি এবং রুশ সৈন্য প্রত্যাহার চায়।

অন্যদিকে রুশ প্রতিনিধিদলের প্রধান প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বলছেন, মস্কো এমন একটি বোঝাপড়া চায় যা দুই পক্ষের স্বার্থ রক্ষা করবে।

বৈঠক শুরু আগে ইউক্রেনের প্রেসিডেন্ট যেলেনস্কি রুশ সৈন্যদের অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত