মারিউপোল থেকে নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে বাসের বহর

প্রকাশ : ৩১ মার্চ ২০২২, ২১:৩৩

সাহস ডেস্ক

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোল থেকে নাগরিকদের সরিয়ে নিতে শহরটির উদ্দেশে বাসের একটি বহর রওনা দিয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) রাশিয়ার সেনারা এই অঞ্চলে সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর বাসের বহর পাঠিয়েছে রেড ক্রস।

রেড ক্রস জানিয়েছে, তাদের টিমগুলো ত্রাণ ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে মারিউপোলের দিকে যাচ্ছে এবং শুক্রবার (১ এপ্রিল) বেসামরিক নাগরিকদের বিপর্যস্ত শহর থেকে সরিয়ে নিতে সাহায্য করবে বলে আশা করছে।

তবে এর আগে এ ধরনের মানবিক করিডোর প্রতিষ্ঠার প্রচেষ্টা ভেস্তে যায়।

রুশ সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার সকাল থেকে মারিউপোল থেকে ইউক্রেন-নিয়ন্ত্রিত শহর জাপোরিঝিয়া পর্যন্ত যুদ্ধবিরতিতে অঙ্গীকার করেছেন।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে ৪৫টি বাস পাঠানো হবে। শহরটিতে সপ্তাহব্যাপী অবরোধ ও বোমাবর্ষণের কারণে খাদ্য, পানি ও চিকিৎসা সরঞ্জাম কমে গেছে।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি জানিয়েছে, তাদের টিমগুলো ইতিমধ্যে মারিউপোলের উদ্দেশে রওনা হয়েছে।

এক বিবৃতিতে রেড ক্রস বলছে, এই অপারেশনটি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারিউপোলের হাজারো মানুষের জীবন এর ওপর নির্ভর করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত