খারকিভে রুশ হামলায় শিশুসহ ১৫ জনের মৃত্যু

প্রকাশ : ২২ জুন ২০২২, ১৭:৩২

সাহস ডেস্ক

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে। মঙ্গলবার (২১ জুন) এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ জানান, মঙ্গলবার রাশিয়া ব্যাপকভাবে গোলাবর্ষণ করে। এতে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ১৬ জন। চারটি পৃথক হামলার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

এর মধ্যে খারকিভের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত চুগুইভ শহরে রুশ হামলায় ছয়জনের মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় চারজন। খারকিভে হামলায় শিশুসহ ছয়জনের মৃত্যু ও ১১ জন আহত হয়। এ ছাড়া খারকিভের ৪০ কিলোমিটার উত্তরে জোলোচিভ শহরে রুশ হামলায় আরও তিনজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর অঞ্চলটি থেকে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি অনেক বাসিন্দা  খারকিভ শহরে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই মঙ্গলবার রাশিয়ার এই হামলা হলো।

সাহস২৪.কম/টিএ/এসটি/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত