গাজার শহর রাফায় বড় ধরনের স্থল অভিযান

রাফায় ইসরায়েলি হামলা - সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রকাশ : ০৯ মে ২০২৪, ১৭:০০

সাহস ডেস্ক

 

গাজার শহর রাফায় ইসরায়েল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  বলেছেন, যদি তারা রাফায় হামলা চালায়, তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করবো না। 

 

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, যদি তারা রাফায় হামলা চালায়, তাহলে সেখানে এখন পর্যন্ত যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমন অস্ত্র আর আমরা সরবরাহ করবো না।রাফায় রাতভর হামলার ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি বলছে, রাফায় রাতজুড়ে ইসরায়েলি হামলা হয়েছে- এমন রিপোর্ট পাওয়া যাচ্ছে। তবে এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। 

 

জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গত সোমবার থেকে রাফাহ ছেড়েছেন অন্তত ৮০ হাজার মানুষ। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এ এলাকা হামাসের শেষ প্রধান শক্ত ঘাঁটি। 

 

বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, শহরটিতে ভারী হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের সংবাদসংস্থা ওয়াফা বলছে, শহরটির পশ্চিমে ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত