দাঁড়িপাল্লা বিষয়ে ইসিকে সুপ্রিম কোর্টের চিঠি

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৮:২৮

সাহস ডেস্ক

কোনো রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীক হিসেবে ন‌্যায়বিচারের প্রতীক "দাঁড়িপাল্লা"র ব‌্যবহার বন্ধের ব‌্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। দাঁড়িপাল্লা যেহেতু ন্যায়বিচারের প্রতীক তাই এটা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে ফুল কোর্টের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (১৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।  

সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল সাব্বির ফয়েজ সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিষয়টি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত