ঝালকাঠির লঞ্চঘাট পল্টুনের বেহাল দশা

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ২১:০০

রাজু খান

ঝালকাঠি থেকে ঢাকা, বরগুনা, পাথরঘাটা, বামনা, মঠবাড়িয়াসহ দক্ষিণাঞ্চলে নৌ-পথে যাতায়াতের মাধ্যম ঝালকাঠি লঞ্চঘাট। লঞ্চঘাটের পল্টুনটি ভেঙে যাবার একমাস অতিবাহিত হলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এতে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন প্রতিদিন হাজার হাজার যাত্রী ও ঘাট শ্রমিকরা।

ঘাটের ইজারাদার আব্দুল হক খলিফা জানান, ঝালকাঠির লঞ্চঘাটের পল্টুনটির যাতায়াতের একমাত্র পথটি মাসখানেক পূর্বে ভেঙে যায়। যাত্রীদের সুবিধার্থে বালু ভর্তি বস্তা ফেলে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হলেও ঝুকি নিয়ে পারাপার করতে হচ্ছে সকলকেই। ঘাটে সমস্যা থাকার কারণে অনেক যাত্রী ঠিকমত ঘাট টিকিটের টাকা না দিয়ে তিরস্কার মূলক কথা বলেন। এনিয়ে অনেক সময় ঘাটের টাকা আদায়কারীদের সাথে তর্কে জড়িয়ে পড়েন যাত্রীরা।

ইজারাদার আরো জানান, যাতায়াতের সুবিধার্থে বালু ভর্তি বস্তা ফেলে বিকল্প ব্যবস্থা করলেও ঘাট শ্রমিকদের মালামাল উঠা-নামা করতে অনেক ঝুকি রয়েছে। অনেক সময় শ্রমিকদের পা পিছলে ছোট-খাটো দুর্ঘটনারও শিকার হতে হয় তাদের। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবিও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত