রাজশাহীতে একুশের প্রথম প্রহরে অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে একুশের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়েছেন সর্বস্তরের মানুষ। মঙ্গলবার একুশের প্রথম প্রহরে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে তাদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এর আগে রাত ১২টা এক মিনিটে ভুবনমোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এমপি ফজলে হোসেন বাদশা। এ সময় তার সঙ্গে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরপর সেখানে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সকল সদস্য ও নারী সদস্যবৃন্দ। এরপর একে একে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, ভাষা সৈনিক সাঈদ আহমেদের পরিবার, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নাগরিক সংহতি, ন্যাপ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসকাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসকাব ও কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরপর সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা পুস্পার্ঘ অর্পণ করেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে ওই শহীদ মিনারে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে আরও কিছু নেতাকর্মী পুস্পার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে সেখানে রাজশাহী মহানগর ছাত্রলীগ, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ, মহানগর ছাত্রদল, জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জাতীয় পার্টি, রাজশাহী ভ্যাট কমিশনারেটের কার্যালয় ও জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জাসদ) বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানেও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত