হিলি সীমান্তে চোরাচালান প্রতিরোধে জনসচেনতামূলক সভা

প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১৮:০৮

হিলি প্রতিনিধি

সীমান্তে অবৈধ্য অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ বিষয়ে এক জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র উদ্যোগে হিলি সীমান্তবর্তী গোহারা উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মাশরুর রুমি।

বক্তব্য রাখেন, সীমান্তবর্তী খট্টামাধপ পাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমান, সাবেক ই্উপি চেয়ারম্যান শাহ আলম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা চোরাচালানীর কুফল সমন্ধে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালানীদের চোরাচালান ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত