অগ্রণী ব্যাংকে নিয়োগের বিকেলের পরীক্ষা স্থগিত

প্রকাশ : ১৯ মে ২০১৭, ১৫:৪৬

সাহস ডেস্ক

প্রশ্ন ফাঁসের অভিযোগের প্রেক্ষাপটে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগে বিকেলের অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পদে নিয়োগের বাছাইপর্বের সকাল ভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৩টায় আরেক ভাগের পরীক্ষা হওয়ার কথা ছিল।

পরীক্ষা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান আবু তালেব পরীক্ষা স্থগিতের কথা নিশ্চিত করেছেন।

প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার (১৮ মে) দিবাগত রাত থেকেই অভিযোগ করে আসছিলেন এই নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

পরে সকাল ভাগের পরীক্ষা শেষে মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের মিল থাকার কথা জানান পরীক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে তুমুল সমালোচনা হয়।

দুপুরে সকালের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নের মিল খুজে পায় কর্তৃপক্ষ। বিষয়টি যাচাই শেষে বিকেল ভাগের পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত