মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে সুবিধা নিচ্ছে ২৩ যুদ্ধাপরাধী!

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৭:৩২

তপু আহম্মেদ

টাঙ্গাইল ঘাটাইলে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করে ভাতা প্রাপ্তদের মধ্যে ২৩ জন যুদ্ধাপরাধীকে শনাক্ত করা হয়েছে বলে যাচাই বাছাই কমিটি সূত্রে জানা গেছে।

এদের মধ্যে দুই জন যুদ্ধাহত ও একজন শহীদ মুক্তিযোদ্ধার মর্যাদায় ভাতা গ্রহণ করছে।

২০১৫ সালের ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৪০ নম্বর স্মারক পত্রের আলোকে এ যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট যাচাই বাচাই কমিটির দৃষ্টিতে মুক্তিযোদ্ধা স্পষ্টিকরণ প্রতিরোধ হিসাবে এদেরকে যুদ্ধাপরাধী হিসাবে চিহ্নিত করা হয়।

মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির নির্ভরযোগ্য সূত্রের তালিকা অনুযায়ী শনাক্তকৃত যুদ্ধাপরাধীরা হলেন- যুদ্ধাহত ভাতাপ্রাপ্ত ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামের মৃত বাজিতুল্লাহ এর ছেলে আব্দুল আজিজ (লাল মুক্তিবার্তা নং ০১১৪০৪১০৪৫), ধলাপাড়া ইউনিয়নের সাগরদিঘি গ্রামের কালু বেপারীর ছেলে মো: ইব্রাহিম (গেজেট নং ৬১১) ও শহীদ মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণকারী লোকের পাড়া ইউনিয়নের গর্জনা গ্রামের হাজী যদু সরকার এর ছেলে আবু সাইদ মিয়া (লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৭৫)।

এছাড়া সাধারণ ভাতাপ্রাপ্তরা হচ্ছেন- ঘাটাইল পৌরসভা চান্দশী গ্রামের হাজী আলিফ উদ্দিন এর ছেলে মৃত শুকুর মাহমুদ (গেজেট নং ৪৯৮৯, ভাতা বই নং ২১), দেউলাবাড়ী ইউনিয়নের উত্তর খিলগাতী গ্রামের মৃত ছবর আলীর ছেলে মো: ময়েজ উদ্দিন (মুক্তিবার্তা নং ০১১৮০৪০৪৯২, গেজেট নং ৫০১১ ভাতা বই নং ২৭), ঘাটাইল ইউনিয়নের আন্দিপুর গ্রামের ওমর আলীর ছেলে মোঃ মোয়াজ্জেম হোসেন (মুক্তি বার্তা সবুজ (বাতিল) বই নং ০১১৮০৪০৯০৭), জামুরিয়া ইউনিয়নের লাউফুলা চানতারা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে মৃত আব্দুল মজিদ (গেজেট নং ৬৯৬৮, ভাতা বই নং ৪৯৬), লোকের পাড়া ইউনিয়নের মনহরা গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মো: সিরাজুল ইসলাম (মুক্তিবার্তা নং ম-১১৩১০৭, ভাতা বই নং ৮৭৩), আনেহলা ইউনিয়নের সিঙ্গুরিয়া  গ্রামের মো: রিয়াজ উদ্দিন ( গেজেট নং ৬৬৭৯, ভাতা বই নং ৯০৩), একই ইউনিয়নের শিয়ালকুল চেংটা গ্রামের মৃত আজিজুর রহমান (বিশেষ গেজেট নং ৬৬১২, ভাতা বই নং ১০২১), দিঘলকান্দী ইউনিয়ন দত্ত গ্রামের কাজী আমান আলীর ছেলে কাজী হাফিজুর রহমান (গেজেট নং ৫০৮২, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০২০১), দিগড় ইউনিয়নের ব্রাম্মন শাসন গ্রামের মসলিম উদ্দিনের ছেলে মো: হাবিবুর রহমান ওরফে আনছার (গেজেট নং ৫৪০৯, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৩৫৩), একই ইউনিয়নের ধোপাজানী গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো: মোবারক আলী (মুক্তিবার্তা নং ৬৩৮৮৫, গেজেট নং ৫৪০৯ ও ভাতা বই নং ২০৫), দেওপাড়া ইউনিয়নের সুলাকি পাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে নুরুল ইসলাম (গেজেট নং ৬৭৫৪, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৯৫৭, ভাতা বই নং ৩২৫), সন্ধানপুর ইউনিয়নের কামার চারা গ্রামের মৃত বাছেদ আলীর ছেলে মো: নাজিম উদ্দিন (বিশেষ গেজেট নং ৭০৫৭, ভাতা বই নং৭৮৬), একই ইউনিয়নের বোয়ালী হাট গ্রামের মৃত আজগর আলীর ছেলে আ: আজিজ (গেজেট নং ৫৪৫৪, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৮৪১, ভাতা বই নং ২৫১), একই গ্রামের মৃত আব্দুল বাছেদ এর ছেলে মফিজ উদ্দিন (গেজেট নং ৫৪৪৬, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৫, ভাতা বই নং২৫৩), মৃত আলীমুদ্দিন মুন্সীর ছেলে তোরাপ আলী (গেজেট নং ৫৪৪৫, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৪, ভাতা বই নং ২৫৪), একই ইউনিয়নের সাপুয়াচালা গ্রামের মৃত সমশের আলী (গেজেট নং ৫৭৯৫, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০০২৭, ভাতা বইনং ৪৭২), একই ইউনিয়নের কুশারিয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে মো: মীর কাশেম আলী (গেজেট নং ৫৮০৬, ভাতা বই নং ৩৮৬) ও তার ভাই মীর আ: সামাদ (গেজেট নং ৫৭৭৮, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪০৫৬৩, ভাতা বই নং ৬০৬ ), রসুলপুর ইউনিয়নের দুলদিয়া খাজনা গারা গ্রামের মৃত মহর আলীর ছেলে ইব্রাহিম (বিশেষ গেজেট নং ২৩২২, ভাতা বই নং ৬৪০), ধলাপড়া ইউনিয়নের শহরগোপিনপুর গ্রামের আমজাদ আলীর ছেলে আ: ছালাম মিয়া (গেজেট নং ৫৮৪৪, লাল মুক্তিবার্তা নং ০১১৮০৪১০২৪, ভাতা বই নং ৬৫১)।

তালিকার বিষয়টি নিশ্চিত করে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সদস্য সচিব ও ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, তালিকাটি এখনো অফিসিয়ালি স্বাক্ষরিত হয়নি। কমিটির চেয়ারম্যান ও সদস্য সচিব হিসেবে আমার স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে অফিসিয়ালি কিছু বলা সম্ভব নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত