দুদকের জালে আটকা পড়লে রক্ষা নেই : দুদক কমিশনার

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৪০

শামসুজ্জোহা পলাশ

দুদকের জালে একবার আটকা পড়লে দুর্নীতিবাজ কোনো কর্মকর্তারই রক্ষা হবে না। দেশের সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে দুদক কমিশনার (তদন্ত) এ.এফ.এম আমিনুল ইসলাম একথা বলেন।

দুর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় আনতে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে দুদকের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠান শুরু করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা চত্বরে দুদক আয়োজিত এক গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার আওয়াজ তুলুন সবাই মিলে গড়বো দেশ-দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিবাদ্য বিষকে সামনে নিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রসাশক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণশুনানি অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দুদকের খুলনা বিভাগের পরিচালক আবুল হাসান, কুষ্টিয়া সমন্বিত কার্যালয় উপ-পরিচালক আব্দুল গাফফার ও চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, কুষ্টিয়া দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গাফফার, সিভিল সার্জন ডাঃ দিলিপ কুমার রায়, আরএমও ডাঃ শামিম কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত