রামগতিতে দামোদর মাসের সমাপ্তিতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৭, ১২:২৮

দমোদর মাস সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র মাস, বিজয়া দশমীর পরের একাদশী থেকে দমোদর মাস তথা কার্তিক ব্রত উপলক্ষে ১ মাস ব্যাপি শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমে শ্রীমৎ ভাগবত পাঠ করা হয়।

১৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে মাস ব্যাপী দামোদর মাসের সমাপ্তি উপলক্ষে মহা হরি নাম সংকীর্ত্তন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মাস ব্যাপী ভাগবতীয় আলোচনা করেন, শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমে আশ্রমে অধ্যক্ষ, শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বাবাজী।

দামোদর মাসে মা যশোদা মতি কর্তৃক গোপাল বন্ধন দশায় আটক হয়ে জগৎ জীবকে জানালেন আমি ভক্তের ভক্তি ডোরে বাঁধা, এই দামো বন্ধ লীলা থেকে নাম হয়েছে দামোদর মাসের।

নমামীশ্বরং সচ্চিদানন্দরূপং লসৎ কুন্ডলং গোকুলে ব্রাজমানম। যশোদা ভিয়োলুখলান্ধাবমানং পরা মৃষ্টমত্যং ততোদ্রুতগোদ্যা। অর্থাৎ- যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্নযুগলে কুন্ডল আন্দোলিত হচ্ছে।

যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন এবং যিনি শিকায় রাখা নবমীতে অর্প হরণ করায় মা যশোদার ভয়ে উদুখলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেশে ধামমান হয়ে ছিলেন, ওমা যশোদা-যার পশ্চাতে ধাবিত হয়ে দৃষ্ট দেশ ফেলে ছিলেন সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে প্রনাম করি।

শ্রী শ্রী মদন গোপাল জিউর আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ কৃষ্ণানন্দ ব্রহ্মচারী বাবাজী বলেন, এই আশ্রমে ৩০ বছরও অধিক সময় ধরে দমোদর মাসের আনুষ্ঠানিকতা অর্থাৎ মাস ব্যাপী ভাগবতীয় আলোচনার আয়োজন করে আসছে। এ পবিত্র মাসে নিজেকে পবিত্র ও ধর্মের প্রতি অনুগত থাকতে অধিকাংশ সনাতন ভক্তবৃন্দরা নিরামিষ আহার করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত