চট্টগ্রামে গ্রেনেডসহ দুই নব্য জেএমবি গ্রেপ্তার

প্রকাশ : ০২ জানুয়ারি ২০১৮, ১০:৪৪

সাহস ডেস্ক

চট্টগ্রামের একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ১০টি গ্রেনেড ও দু'টি সুইসাইডাল ভেস্টসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টায় নগরের সদরঘাট এলাকার মাদারবাড়িতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের আশফাকুর রহমান (২১) ও কুমিল্লার মুরাদনগরের রাকিবুল হাসান (২০)। তারা নব্য জেএমবির সদস্য বলে দাবি করেছে পুলিশ।

সিএমপির অতিরিক্ত উপকমিশনার এম হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সদরঘাট থানার মাদারবাড়ী শুভপুর বাসস্টেশনের কাছে একটি ভবনে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে নব্য জেএমবির সদস্য দুইজনকে গ্রেপ্তার করা হয়।

দুই জেএমবি সদস্যের কাছ থেকে ১০টি গ্রেনেড ও দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি পুলিশের কাছে স্বীকার করেছে যে নগরীর সদরঘাট থানায় হামলার পরিকল্পনা ছিল তাদের। দুপুরে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত