ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ১২:৫৩

সাহস ডেস্ক

মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে। আজ শনিবার (২০ জানুয়ারি) বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ কথা জানান।

তাবলীগ জামাতের নেতৃত্ব নিয়ে দিল্লির মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়, যার প্রভাবেই বাংলাদেশ তাবলীগ জামাতের মধ্যেও তৈরি হয় বিভক্তি। এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।

মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, আজ দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুফতি নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলেন জানান তিনি।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার সব আনুষ্ঠানিকতা। এর পর এখান থেকে বাছাই করা তাবলীগ জামাতের সাথিরা দেশ-বিদেশে দাওয়াতি কাজে বেরিয়ে যাবেন।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত