নিয়ন্ত্রণে এলো তুলার গুদামের আগুন

প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১১:০৭

সাহস ডেস্ক

গাজীপুরের বাঘেরবাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনের তুলার বেল্টে আগুন লাগে।

মুহূর্তে আগুন গোডাউনের সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সকাল ৯টার দিকে গুদামের ভেতরে আগুনের স্ফুলিঙ্গ থাকলেও আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা না থাকায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা করা হয়। 

আগুনে সাড়ে ৩০ হাজার বর্গফুটের একতলা স্টিল কাঠামোর ভবনে রক্ষিত প্রায় সাড়ে চার হাজার টন তুলা, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত