স্পিকারের সাথে অভিজিৎ মুখার্জী’র সাক্ষাৎ

প্রকাশ : ১৮ জুন ২০১৬, ১৬:২১

সাহস ডেস্ক

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ভারতীয় লোকসভার সদস্য ও দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী পুত্র অভিজিৎ মুখার্জী।

শনিবার (১৮ জুন) সকালে ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই দেশের সংসদ, সংসদীয় কার্যক্রম, নারী নেতৃত্বের বিকাশ, ব্যবসা-বাণিজ্যের প্রসার, বর্ডার হাট চালু, সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের কবি-সাহিত্যিকদের বাংলা ভাষা চর্চার সুযোগ বৃদ্ধি এবং বাংলা ভাষায় গবেষণা কার্যক্রম বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান, হুইপ ইকবালুর রহিম ও বেগম মাহজাবিন খালেদ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত