আসামীদের কোর্টে তোলা হলে বাসের চাবি হস্তান্তর করা হবে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৮, ১৬:০৪

সাহস ডেস্ক

বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত তুরাগ পরিবহনের বাসের চালক রোমান (২৭), কন্ট্রাক্টর মনির (২৭) ও হেলপার নয়নকে (২৯) রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

সোমবার (২৩ এপ্রিল) বিকালে সায়েদাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে সোমবার বিকালেই ১৬ ঘণ্টার আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কিন্তু শিক্ষার্থীরা বলছে, যেহেতু অনেক ক্ষেত্রেই গ্রেপ্তারকৃতদের থানা থেকেই ছেড়ে দেওয়া হয় তাই আসামীদের কোর্টে তোলা হলে বাসের চাবি হস্তান্তর করা হবে।

আন্দোলনকারীদের অন্যতম মুখপাত্র এবং ছাত্রদের ভার্চুয়াল সংগঠন ইউইউ ড্রিমার্সের প্রতিষ্ঠাতা এস এম হাসান জানিয়েছেন, তারা নিজ দায়িত্বে পুলিশের সহযোগিতায় বাসগুলোর হেফাজত করছেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল দুপুর ১টার দিকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বাড্ডা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার পথে তুরাগ বাসে যৌন হয়রানির শিকার হন। পথে যাত্রীরা নেমে যেতে থাকলে বাসটি ফাঁকা হয়ে যেতে থাকে। এতে ভয় পেয়ে শেষ কয়েকজন যাত্রীর সঙ্গে তিনিও বসুন্ধরা আবাসিক এলাকার গেটে বাস থেকে নামতে যান। তখন হেলপার-কন্ডাক্টর হাত ধরে তাকে আটকানোর চেষ্টা করে। প্রাণের ঝুঁকি নিয়ে তিনি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে নিজেকে রক্ষা করেন।

সাহস২৪.কম/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত