পুলিশ দম্পতি হত্যা মামলায় গৃহকর্মী সুমি খালাস

প্রকাশ : ০৬ মে ২০১৮, ১৭:৫৩

সাহস ডেস্ক

রাজধানীর চামেলীবাগে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যা মামলায় গৃহপরিচারিকা খাদিজা আক্তার সুমিকে খালাস দিয়েছেন আদালত। রবিবার (৬ মে) ঢাকার মহানগর শিশু আদালতের বিচারক এ রায় দেন।

সুমির বিরুদ্ধে পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানকে হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগ ছিল। ঘটনার সময় তার বয়স ছিল ১১ বছর।

রায়ের পর এ ব্যাপারে সুমি বলে, আমি সহযোগিতা করি নাই। আমি নির্দোষ ছিলাম। তারা আরও আগে এ বিচার শেষ করতে পারতো।

এদিকে মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় গিয়ে আত্মসমর্পণ করে এবং আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয়। পরে এ মামলায় ২০১৫ সালের ১২ নভেম্বর ঐশীর মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট এ দণ্ড পরিবর্তন করে ঐশীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আর গৃহকর্মী সুমি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মামলার বিচার চলে শিশু আদালতে।

সাহস২৪/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত