স্বস্তি ফিরেছে পাটুরিয়ায়

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৮, ১২:৫৮

সাহস ডেস্ক

গত কিছুদিন ধরেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সার্ভিস স্বাভাবিক ছিল না। অসম্ভব স্রোতের কারণে ফেরি চলাচলে দেরী হওয়ায় যানজট লেগে থাকা যেন প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছিল। আজ রবিবার (১৯ জুলাই) তা স্বাভাবিক রয়েছে। ২০টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলের যাত্রী ও যানবাহন। ফলে স্বস্তি ফিরেছে পাটুরিয়া নৌ ঘাটে।

আজ রবিবার ভোর বেলা কিছুটা ছোট গাড়ির চাপ থাকলেও সকাল ৯টার পর এই চাপ কমে যায়। তবে দুপুরের পর থেকে গাড়ির চাপ বাড়বে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসি’র ব্যবস্থাপক (মেরিন) আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, অন্য সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপারে সময় লাগে ৩০ থেকে ৩৫ মিনিট। কিন্তু স্রোতের কারণে তা বেড়ে লাগছে ৫০-৫৫ মিনিট। এ কারণে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, পাটুরিয়ার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে সিসি ক্যামেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ সদস্যরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত