চট্টগ্রামে আটক ৫ হরকাতুল জিহাদ সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৪:১৩

সাহস ডেস্ক

চট্টগ্রামে হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) পাঁচ সদস্যকে গ্রেপ্তারের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নগরের আকবর শাহ থানায় পৃথক তিনটি মামলা হয়েছে।

অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি-বি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর উপসহকারী পরিচালক এম জি রব্বানী বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমন আইনে এসব মামলা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ আজ সকালে জানান, তিনটি মামলায় গ্রেপ্তার হওয়া হুজি সদস্যদের আসামি করা হয়েছে। তাঁদের এসব মামলায় আজ শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উদ্ধার করা হয় চারটি হাত গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম। 

এই অভিযানের আগে আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব। আটক করা ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মুকিম তালুকদারের বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত