রাবিতে ‘বৈশাখী চলচ্চিত্র উৎসব’ ২৪ এপ্রিল

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৭, ১৮:৪০

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্ম’র আয়োজনে ‘বৈশাখী চলচ্চিত্র উৎসব’ ২৪ এপ্রিল (সোমবার) অনুষ্ঠিত হবে। 

ওইদিন দুপুর ১২টা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এ উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জাহিদ।

আয়োজক সূত্র জানায়, উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে রাবির তরুণ নির্মাতাদের চলচ্চিত্রসহ উপমহাদেশের ৭টি বিখ্যাত চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে ‘প্রজন্ম রাবি’র চলচ্চিত্র ‘উই ক্যান’, আনজির লিটনের ‘রাতে’, এল আর লিংকনের ‘সান্ধ্য’, হাসান আশরাফুল সজলের ‘পারসোনাল ভিডিও’ প্রদর্শিত হবে। এছাড়াও প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’, ভারতের প্রখ্যাত চলচ্চিত্রকার দেবব্রত পাইনের ‘চিটাগং’ এবং কৌশিক গাঙ্গুলীর ‘সিনেমাওয়ালা’ও প্রদর্শিত হতে পারবে।

এবিষয়ে ‘প্রজন্ম রাবি’র সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জাহিদ বলেন, এই চলচ্চিত্র উৎসবের মূল উদ্দেশ্য আমাদের বর্তমান প্রজন্মকে মাদক, জঙ্গিবাদ এবং অপসংস্কৃতির হাত থেকে ছিনিয়ে এনে সুস্থ স্বাভাবিক জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করা। আশা করছি, সিনেমাগুলো দর্শকদের মাঝে সুস্থধারার বিনোদনের বোধ তৈরি করবে।

তিনি জানান, সবার জন্য উন্মুক্ত এ চলচ্চিত্র উৎসবে যে কেউ অংশ নিয়ে চলচ্চিত্রগুলো দেখতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত