ঢাবিতে নিষিদ্ধ হচ্ছে র‌্যাগ ডে

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৭

সাহস ডেস্ক

ক্যাম্পাসে উচ্চ আওয়াজে গান-বাজনার মাধ্যমে র‌্যাগ ডে উদযাপনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী সাংবাদিকদের নিশ্চিত করেন বিষয়টি।  

রঙ ছিটানোসহ আরো কিছু কারণে র‌্যাগ ডে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে। শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।  

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক কাউন্সিলের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। 

আমজাদ আলী বলেন, উচ্চ আওয়াজে গান-বাজনার মাধ্যমে র‌্যাগ ডে উদযাপনের ফলে ক্যাম্পাসে ক্লাস ও পরীক্ষায় মনোযোগে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক শিক্ষক-শিক্ষার্থীর এ বিষয়ে ক্ষোভ ছিল। যার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত