বরিশালে শ্রমজীবি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১২:৩৭

বিশ্ব দারিদ্র্য দূরীকরণ দিবস উদযাপন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা আভাস এর আয়োজনে সোমবার (১৭ অক্টোবর) বরিশাল সাধুর বটতলা শিশু বিনোদন কেন্দ্রে বিভিন্ন এলাকার শ্রমজীবি ৪০জন শিশুদের সমন্বয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভাপতিত্ব করেন বরিশাল জেলা শিশু অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক ও উপজেলা লোকমোর্চার সভাপতি শ্রী জীবন কৃষ্ণ দে। 

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে বাঁশতলা শিশু বিনোদন কেন্দ্রের ছাত্রী মালা বাড়ৈ। ২য় স্থান অধিকার করেছে সাধুর বটতলা শিশু বিনোদন কেন্দ্রের ছাত্রী লামিয়া আক্তার এবং ৩য় স্থান অধিকার করেছে ফিশারী রোড শিশু বিনোদন কেন্দ্রের ছাত্রী আফসানা অথৈ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষিকা কান্তা দে, শিক্ষক মো. কাউছার হাওলাদার এবং উপজেলা লোকমোর্চার সম্পাদক মো. গিয়াস উদ্দীন। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণের মাধ্যমে দিবস উদযাপন শেষ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত