পাওনা টাকা চাওয়ায়

নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ১৭:৪৯

সাহস ডেস্ক

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় আবু সাইদ মাঝি নামের এক ব্যক্তিকে নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে এ নিয়ে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।

সম্মেলনে পরিবারটি দাবি করে, সদর উপজেলার পূর্ব চর রমনী মোহন এলাকার বাসিন্দা আবু সাইদ মাঝি স্থানীয় মহিন উদ্দিন মাঝিকে তিন মাস আগে এক লাখ টাকা দাদন দেন। গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় ওই টাকা সংগ্রহ করতে মহিন উদ্দিনের বাড়িতে যান। এসময় মহিন উদ্দিন তাঁকে আটক করে তার স্ত্রীকে নির্যাতন করার অভিযোগ তুলে চিৎকার দেন।

আশেপাশের লোকজন এসে সাইদ মাঝিকে ছেড়ে দেন। স্থানীয় ইউপি সদস্য খোরশেদ মহিন উদ্দিন ও তার স্ত্রীকে তার বাড়ীতে পাঁচদিন গ্রাম পুলিশের পাহারায় আটক করে রাখেন। এসময় ওই ইউপি সদস্য এ ঘটনার সমঝোতা (মামলার ভয়) দেখিয়ে সাইদ মাঝির কাছে উল্টো এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় সাঈদ মাঝির বিরুদ্ধে মহিন উদ্দিনের স্ত্রী বাদী হয়ে সদর থানায় ধর্ষণের অভিযোগ করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন। মামলার পর থেকে সাইদ মাঝি পালিয়ে বেড়াচ্ছেন।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইদ মাঝির ভাই আব্দুর রহিম, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহ আলম চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত