দেশে ইন্টারনেটের গ্রাহক ৭ কোটি: অর্থমন্ত্রী

প্রকাশ : ০১ জুন ২০১৭, ১৬:২৩

সাহস ডেস্ক

দেশে এখন ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৭ কোটিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতীয় সংসদে বৃহস্পতিবার (১ জুন) ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ করছেন অর্থমন্ত্রী। 

মন্ত্রী বলেন, এপ্রিল ২০১৭ পর্যন্ত মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটি ৩১ লক্ষ এবং ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রায় ৭ কোটিতে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল মাত্র ৪ হাজার ৯৪২ মেগাওয়াট। ইতোমধ্যে তা ১৫ হাজার ৩৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। একই সময়ে বিদ্যুতের বিতরণ লস ১৫.৬ শতাংশ থেকে ৯.৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

এবারের বাজেট দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম ও অর্থমন্ত্রী মুহিতের একাদশ বাজেট। একইসঙ্গে এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ও মুহিতের টানা নবম বাজেট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত