শুরু হতে যাচ্ছে এ.আই.ইউ.বি বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯

মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী ১৪-১৯ জানুয়ারি ২০১৭ পর্যন্ত “বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৬” এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতা উপলক্ষে রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ১৩ জানুয়ারি ২০১৭ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনেরউপদেষ্টা জনাব আজমত মঈন, ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মীর খুরসিদ আনোয়ার, টুর্নামেন্ট ডিরেক্টর জনাব খালেদ সালাহউদ্দিন সহ ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত বিষয় সমূহ আলোচনা করা হয়। প্রতিযোগিতায় পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক অনুর্ধ ১৬ বছর এবং বালক/বালিকা একক অনুর্ধ ১৪ বছর, অনুর্ধ ১২ বছর, অনুর্ধ ১০ বছর ও অনুর্ধ ৮ বছর সহ মোট ১৩টি ইভেন্টে দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করবে বলে আশা করা যাচ্ছে।

শনিবার বিকাল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে মোট টাকা ২,৩২,০০০/- (দুই লক্ষ বত্রিশ হাজার) নগদ অর্থ প্রাইজমানি হিসাবে প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত