বর্ষসেরা হতে নেইমারকে সহায়তা করবে পিএসজি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ১৭:৫২


বর্ষসেরা ফুটবলার হতে নেইমারকে পিএসজি সম্ভাব্য সবকুটু দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন ক্লাবটির কোচ উনাই এমেরি। গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। অনেকের মতে, লিওনেল মেসির ছায়া থেকে বের হয়ে বর্ষসেরার দৌড়ে নিজেকে অন্যতম দাবিদার করে তুলতেই কাম্প নউ ছাড়ার সিদ্ধান্ত নেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
লিগ ওয়ানের ক্লাবটিতে শুরু থেকেই নেইমার আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত লিগে ছয় ম্যাচে করেছেন ৬ গোল। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচে করেছেন ২ গোল।
গত মাসে নেইমার দাবি করেন, ব্যলন ডি’অর জিততে বিভোর নন তিনি। তবে শিষ্য এই পুরস্কার জয়ের যোগ্য বলে মনে করেন এমেরি।
শনিবার লিগ ওয়ানে দিজোঁর মাঠে খেলার আগের দিন সংবাদ সম্মেলনে ফরাসি কোচ বলেন, নেইমার অনেক গুণসম্পন্ন একজন খেলোয়াড়। সে ব্যালন ডি’অর জিততে সক্ষম। আমরা তার সর্বোচ্চ ভালোটা চাই- এই ট্রফি জিততে তাকে আমরা সহায়তা করতে চাই।
বিশ্বে বর্তমানে অনেক ভালো খেলোয়াড় আছে। কিন্তু তাকে গুরুত্বপূর্ণ প্রার্থী হতে এবং এই ট্রফি জেতাতে আমরা কাজ ও সহায়তা করবো।
- গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
- এই প্রথম ইন্টারইউনিভার্সিটি মোবাইলক্যাম ফটোগ্রাফি কনটেস্ট অনুষ্ঠিত
- অবসর সময়ে বাড়ি নির্মাণ কাজে ব্যস্ত ওয়ার্নার
- কমলগঞ্জকে অখণ্ড রাখার দাবিতে মানববন্ধন
- এ বছর বিদেশে ১২ লাখ শ্রমিক পাঠানোর পরিকল্পনা
- রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন জরুরি: এনবিআর চেয়ারম্যান
- নৌবাহিনী প্রধান ইরান গেছেন
- শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে ভারতে
- সাংবাদিকদের মহার্ঘ্য ভাতার প্রজ্ঞাপন এপ্রিলেই: তথ্যমন্ত্রী
- নড়াইলে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত