এক ম্যাচেই তিন পুরস্কার তামিমের

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

সাহস ডেস্ক

ক্রিকেটের নতুন ফরম্যাটে নিজের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তামিম। এই ম্যাচে সেরা ব্যাটসম্যান, সেরা বাউন্ডারি এবং ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তামিম।

১৫ ডিসেম্বর (শুক্রবার) টস জিতে শ্রীলঙ্কার দল কলম্বো লায়নসের বিপক্ষে ব্যাট করতে নামে আফ্রিদির পাখতুনস।

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পাখতুনস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১১১ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। ইনিংসের শুরু থেকে ১০ ওভার পর্যন্ত ক্রিজে ছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। মাত্র ২৭ বলে করেছেন অপরাজিত ৫৬ রান। ইনিংসে ৫টি চারের পাশাপাশি ছিল দৃষ্টিনন্দন ৪টি ছক্কা।

১১২ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পরলেও দুর্দান্ত ব্যাটিং ঝড় শুরু করেছিলেন হাসারাঙ্গা কিন্তু তিনি ১২ বলে ৩১ রান করে ফিরেন।

শেষ পর্যন্ত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে তারা। এতেই ২৭ রানের বিশাল জয় পায় তামিমের পাখতুনস এবং একই ম্যাচে ৩টি পুরস্কার জিতে নিলেন ওপেনার তামিম ইকবাল।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত