কামরানের দানবীয় ব্যাটিংয়ে ফাইনালে পেশাওয়ার

প্রকাশ : ২২ মার্চ ২০১৮, ১২:৫১

সাহস ডেস্ক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে কামরান আকমলের দানবীয় ব্যাটিংয়ে করাচি কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তামিম ইকবালের পেশাওয়ার জালমি। যদিও এদিন হাটুর চোটের কারণে মাঠে নামতে পারেনি বাঁহাতি ওপেনার তামিম।

২১ মার্চ (বৃহস্পতিবার) করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনালে পেশাওয়ার জালমি।

টসে হেরে প্রথমে ব্যাটিং পায় পেশাওয়ার জালমি। কিন্তু বৃষ্টির কারণে ১৬ ওভারে নেমে আসে ম্যাচটি। ব্যাটিং পেয়ে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান করে পেশাওয়ার জালমি। দলের হয়ে সর্বোচ্চ কামরান মাত্র ২৭ বলে ৫ চার ও ৮ ছক্কায় ৭৭ রানের টর্নেডো ইনিংস খেলেন। আন্দ্রে ফ্লেচার ৩০ বলে ৩ চার ২ ছয়ে ৩৪ রান এবং অধিনায়ক ড্যারেন সামি ১২ বলে ১ চার ২ ছয়ে ২৩ রান করেন।

করাচির হয়ে বল হাতে সর্বোচ্চ রবি বোপারা ৩টি, মিলস ২টি এবং ওসমান খান ১টি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান করেণ করাচি কিংস। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত জেএল ডেনলি ৪৬ বলে ৯ চার ৪ ছয়ে ৭৯ রান এবং বাবর আজম ৪৫ বলে ৬ চার ২ ছয়ে ৬৩ রান করেন।

পেশাওয়ারের হয়ে বল হাতে সর্বোচ্চ হাসান আলী ও সামিন গুল ১টি করে উইকেট নেন।

করাচি কিংসকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশাওয়ার জালমি। ম্যাচ সেরা হয়েছেন কামরান আকমল।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত