পর্নো তারকাকে অর্থ দেওয়ার কথা স্বীকার করলেন ট্রাম্প

প্রকাশ : ০৪ মে ২০১৮, ১৪:১৮

সাহস ডেস্ক

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য আইনজীবী কোহেনের অর্থ দেওয়া এবং পরে তা পরিশোধের বিষয়টি স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ড্যানিয়েলসকে দেওয়া অর্থ ‘ট্রাম্প নিজের আইনজীবী কোহেনকে ব্যক্তিগতভাবে পরিশোধ করেছিলেন’ বলে সাবেক নিউ ইয়র্ক সিটি মেয়র রুডি গিউলিয়ানি জানানোর পর এবার ট্রাম্পও বললেন, ওই অর্থ তিনি শোধ করেছেন এবং তা বৈধভাবেই দেওয়া হয়েছে।

তিনি বলেন, ওই অর্থ প্রেসিডেন্টের নির্বাচনী প্রচারাভিযানের তহবিল থেকে দেওয়া হয়নি। ফলে প্রচারণার তহবিল যে তসরুপ হয়নি সেটিই মূলত বলতে চেয়েছেন ট্রাম্প।

ড্যানিয়েলসকে অর্থ দেওয়া নিয়ে ট্রাম্প এই প্রথম সরাসরি কথা বললেন। যদিও ওই তারকার সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা এখনো জোরগলায়ই অস্বীকার করছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন জানিয়েছিলেন, তিনি পর্নোতারকা স্টিফেনি ক্লিফোর্ডকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। নির্বাচনের আগে মুখ বন্ধ করতে তিনি এই অর্থ দিয়েছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা নির্বাচনী প্রচারণার অন্য কেউ এই অর্থ লেনদেনের সঙ্গে যুক্ত নন।

স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। কিন্ত ড্যানিয়েলস যাতে বিষয়টি নিয়ে মুখ না খোলেন সেজন্যই ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাসখানেক আগে ট্রাম্প তার আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ডেনিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দেন।

কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প তিনটি টুইটে ড্যানিয়েলসকে দেওয়া অর্থ পরিশোধ এবং তার সঙ্গে গোপনীয়তা চুক্তি করার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তবে এ গোপনীয়তা চুক্তি ধনাঢ্য ব্যক্তি এবং সেলিব্রিটিদের মধ্যকার সাধারণ চুক্তি বলেই দাবি করেছেন ট্রাম্প। যে চুক্তির বদৌলতে মিথ্যা কোনো অভিযোগ উঠবে না। আর এ চুক্তির জন্য দেওয়া অর্থ প্রচারণা তহবিলের নয় বলেও ট্রাম্প পরিষ্কার করে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত