নির্বাচনের ফল মেনে নিলেন নাজিব

প্রকাশ : ১০ মে ২০১৮, ১৮:০৬

সাহস ডেস্ক

মালয়েশিয়ার বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক নির্বাচনে জনগণের দেওয়া রায় মেনে নিয়েছেন। শক্তিশালী নেতা মাহাথিরের কাছে তার ক্ষমতাসীন জোট নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি এ ফলাফল মেনে নিলেন। বৃহস্পতিবার (১০ মে) তিনি জনগণের এ রায় মেনে নেওয়ার কথা জানান।

এ সময় নাজিব বলেন, আমি জনগণের রায় মেনে নিয়েছি। কোন একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে দেশের প্রধানমন্ত্রী হবেন তা রাজার সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

দীর্ঘ ৬০ বছর ক্ষমতায় ছিল নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনাল। এক সময় এই বারিসান ন্যাশনালের নেতা হিসেবেই দীর্ঘদিন ২২বছর ক্ষমতায় ছিলেন মাহাথির। দ্বিতীয় মেয়াদে রাজনীতিতে ফিরে নিজের দলের বিপক্ষে দাঁড়িয়ে জয় পেলেন মাহাথির।

সাহস২৪.কম/তানভীর/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত