বেনাপোলে ৯ লাখ ভারতীয় রুপি জব্দ, আটক ১
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৩
যশোরের বেনাপোলে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়েছে। এসময় এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বেনাপোল চেকপোস্ট টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক এম এ হান্নান ভূঁইয়া (৪৪) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূঁইয়ার ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, বেনাপোল আইসিপিতে কর্মরত হাবিলদার তোতা মিয়ার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোল পোর্ট থানার প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ভারত থেকে আগত সন্দেহভাজন একজন পাসপোর্টধারী যাত্রীর ব্যাগ তল্লাশিকালে তার ব্যাগের মধ্যে থেকে ৯ লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও দু’টি মোবাইলসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় রুপি অবৈধভাবে বহন করার কথা স্বীকার করেন। জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের বাজারমূল্য ১২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা। আটক ব্যক্তিকে ভারতীয় রুপিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।
সাহস২৪.কম/এএম.