সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, ধসে পড়লো দেওয়াল

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ১২:২৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে বসুন্ধরা গলিতে সুকন্যা টাওয়ারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রবিবার (৫ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয় জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস জানায়, পলাশি, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, বিষ্ফোরণের মাধ্যমে রবিবার সকালে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এখনো কতজন আহত হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত