কুমিল্লার তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে

প্রকাশ : ০৫ জুন ২০২৪, ১২:১৮

বাসস থেকে সংগৃহীত
বাসস থেকে সংগৃহীত ছবি

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে  আজ বুধবার কুমিল্লার ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ গ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপজেলাগুলো হচ্ছে জেলার চৌদ্দগ্রাম, হোমনা ও নাঙ্গলকোট। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলা উপজেলা প্রশাসন, পুলিশ র‌্যাব, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি।

এ ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বনদ্বী প্রার্থী রয়েছেন ২৬ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্র৩১৭টি এবং ভোট কক্ষ ২ হাজার ৪২টি। ভোট গ্রহণের জন্য ৭ হাজার ৮৬ জন ভোট গ্রহণ কর্মকর্তা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃত কর্মকর্তাদের সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ৩টি উপজেলার ভোট কেন্দ্র ভোট কক্ষ এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে হোমনা উপজেলায় ভোট কেন্দ্র ৬১টি, ভোট কক্ষ ৪৩৭টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ১ হাজার ৫০৯ জন, চৌদ্দগ্রাম উপজেলায় ভোট কেন্দ্র ১৪২টি, ভোট কক্ষ ৭৯২টি এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৭৬৯ জন। নাঙ্গলকোট  নাঙ্গলকোট উপজেলায় ভোট কেন্দ্র ১১৪টি, ভোট কক্ষ ৮১৩ জন এবং ভোট গ্রহণ কর্মকর্তা ২ হাজার ৮০৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত