বাবা-রা কেন এমন

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৯:৪৪

অজয় দাশগুপ্ত
ছবি : সংগৃহিত

সব বাবারা'ই এমন কেন হয়?
ছেলেমেয়ের ভালো আশায় 
নিজের ইচ্ছে জলে ভাসায়
মেনে নিতে ভালোবাসে নিজের পরাজয়। 

সব বাবা'ই এমন কেন করে?
দাপুটে যে ভয় জাগানো
কন্ঠ যাদের ভয় কাঁপানো
শেষ বয়সে কুঁকড়ে থাকে 
একা নিজের ঘরে।

বাবারা সব বুঝতে দেয় না কেউ 
একলা তাদের পথ চলা
ক্ষয়ে গেলেও কেউ জানে না
তাদের মনের ঢেউ। 

বাবা মানেই  টাকার যোগান ভেবে
ছেলের চাওয়া মেয়ের বিয়ে
যার যা প্রাপ্য বুঝিয়ে দিয়ে
শেষ বিকেলে কে তার খবর নেবে?

আশৈশব ধরবে বলে চাঁদে
বাবার ঘাড়ে সওয়ার হয়ে
বড় হয়ে কি নির্ভয়ে
তাকেই বিদায় দিই চড়িয়ে কাঁধে। 

মনে রাখার মতো তাদের থাকে কি জীবন?
আমার এক বাবা ছিলো এমন সাধারণ।

অজয় দাশগুপ্ত , অস্ট্রেলিয়া প্রবাসী লেখক

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত