বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে শিশুদের নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ১৫:১৯

বাসস থেকে সংগৃহীত
ছবি: বাসস থেকে সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে শিশু কিশোরদের নিয়ে চারটি বিভাগে নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে  বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা  রাঙ্গামাটি  শাখা আয়োজিত  সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা  সভাপতি মনসুর আহম্মেদর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহ এমরান রোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো: রফিকুল মাওলা, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ, জেলা আওয়ামীলীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামীলীগ সদস্য মো: আবু তৈয়ব, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো: শাহজাহান, পৌরসভা কাউন্সিলর মো: জামাল উদ্দিন, ছাত্রনেতা হাসু দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে  নৃত্য  ও আবৃত্তি প্রতিযোগিতায় চারটি বিভাগে প্রায় ৩শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত