x

এইমাত্র

  •  তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আইরিশদের উড়িয়ে প্রথমবারের মত ১০ উইকেটের জয় পেল বাংলাদেশ; স্কোর: বাংলাদেশ ১৩.১ ওভারে ১০২/০; তামিম ৪১*, লিটন ৫০*), আয়ারল্যান্ড ২৮.১ ওভারে ১০১/১০ (হামফ্রেস ৪*; হিউম ৩, ক্যাম্ফার ৩৬)।

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২, ১৬:০৯

সাহস ডেস্ক

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

সাহস২৪.কম এমআই/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত