দিন দিন কমছে করোনা রোগী ও শনাক্তের হার

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১৮:০৬

সাহস ডেস্ক

দেশে দিন দিন কমছে করোনা রোগী ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৯৯ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৪ জনে।

একই সময়ে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৫ জনে।

আগের দিনের তুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু বাড়লেও নতুন রোগী ও রোগী শনাক্তের হার কমেছে। আগের দিন ৮৯৭ জন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ৪ জনের।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৭ হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ২২ হাজার ১২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২৩ হাজার ৮১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা যান। বিভাগ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ২ জন এবং ঢাকা, খুলনা, ময়মনসিংহের একজন করে মারা গেছেন। তাদের বয়স শূন্য থেকে ১০ বছর বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুজন, সত্তরোর্ধ্ব তিনজন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত